Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবদল নেতার হামলায় আ.লীগ নেতা আহত

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে আব্দুর সবুর (৫০) নামে এক আ.লীগ নেতা উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে যুবদল নেতা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আব্দুর সবুর উপজেলার ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের প-িত দেওয়ানের ছেলে ও ভাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আব্দুর সবুর গ্রামের হাবুর বাড়ির পাশের রাস্তায় বসে এলাকার কয়েকজনের সঙ্গে রাজনৈতিক আলাপ-আলোচনা করছিলেন। এ সময় একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদল নেতা হারুন অর রশিদের সঙ্গে বাকবিত-া বাধে। এক পর্যায়ে যুবদল নেতা হারুন উত্তেজিত হয়ে সবুরের উপর হামলা চালায়। এ সময় হারুনের সঙ্গে থাকা গ্রামের নয়ন মিয়ার ছেলে সমেজ ও আব্দুর রশিদের ছেলে হুমায়ূন যোগ দেয়। এতে আব্দুর সবুরের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে মির্জাপুর থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ