রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে আব্দুর সবুর (৫০) নামে এক আ.লীগ নেতা উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে যুবদল নেতা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আব্দুর সবুর উপজেলার ভাওড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের প-িত দেওয়ানের ছেলে ও ভাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আব্দুর সবুর গ্রামের হাবুর বাড়ির পাশের রাস্তায় বসে এলাকার কয়েকজনের সঙ্গে রাজনৈতিক আলাপ-আলোচনা করছিলেন। এ সময় একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে ওয়ার্ড যুবদল নেতা হারুন অর রশিদের সঙ্গে বাকবিত-া বাধে। এক পর্যায়ে যুবদল নেতা হারুন উত্তেজিত হয়ে সবুরের উপর হামলা চালায়। এ সময় হারুনের সঙ্গে থাকা গ্রামের নয়ন মিয়ার ছেলে সমেজ ও আব্দুর রশিদের ছেলে হুমায়ূন যোগ দেয়। এতে আব্দুর সবুরের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে মির্জাপুর থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।