Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া ১১টি অজগর ছানা সীতাকু- ইকোপার্কে আবারও অবমুক্ত

সীতাকু- (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৬:৪০ পিএম

সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ১১টি অজগর ছানা অবমুক্ত করা হয়েছে। এনিয়ে তিন দফায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অজগর ছানা অবমুক্ত করা হয়। রবিবার দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম ও চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া এসব অজগরগুলোকে ইকোপার্কে অবমুক্ত করেন। এবিষয়ে সীতাকু- সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল আলম বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া অজগর গুলোকে সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মহোদয় সীতাকু- ইকোপার্কে অবমুক্ত করার নির্দেশনা দিলে সেই নির্দেশনা অনুযায়ী এদিন দুপুরে অজগর গুলোকে সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়। তবে এ নিয়ে তিন দফায় চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া মোট ৬৭টি অজগর ছানা সীতাকু- ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। অজগর ছানা অবমুক্তকালে এসময় আরো উপস্থিত ছিলেন ইকোপার্কের রেঞ্জার আলাউদ্দিন, রেঞ্জ কর্মকর্তা অসীম কুমার দাস ও সাংবাদিকসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ