Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৫:৫১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা। আজ রোববার (৭ আগস্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক নজির হোসেন লাহিন ও সদস্য মাসুম আহমদ বিলাল। দুজনই কেন্দ্রীয় সহ সম্পাদক ও সদস্য হয়ে সিলেটে প্রথম এসে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ বিষয়ক উপ সম্পাদক ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম ফায়সাল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুর মোর্শেদ অসীম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক আব্দুর রাকিব মামুন, সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাবেক সদস্য সাইদুল ইসলাম, শামসুর রাহমান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শাহাদাত হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহেল আহমেদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আরিফ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেদ মিয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান হোসাইন, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সায়মন ইসলাম, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহেদ হাসান, ৩ নং কাজল শা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ, ৩ নং কাজলশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ