Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্লোবাল মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬ পেল আরটিভি

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘গ্লোবাল মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬’ পেল আরটিভি। প্রথমবারের মতো বাংলাদেশী কোনো চ্যানেল হিসেবে এ গৌরব অর্জন করল চ্যানেলটি। ‘এন্টারটেইনমেন্ট চ্যানেল অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এ পুরস্কার পায় বেঙ্গল মিডিয়া করপোরেশনের এ প্রতিষ্ঠানটি। ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় অভিজাত ‘হোটেল তাজ ল্যান্ডস অ্যান্ড’-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আরটিভি’র হয়ে পুরস্কারটি নেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। বিপণন প্রচারণা, বিপণনে সামাজিক মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার, সবচেয়ে ভালো ইন হাউস ম্যাগাজিন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম, সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম, বিজ্ঞাপন এজেন্সি, ডিজিটাল এজেন্সি, আউটডোর এজেন্সি, বিজনেস নিউজ চ্যানেল, এন্টারটেইনমেন্ট চ্যানেল, রেডিও স্টেশন, পিআর এজেন্সিসহ নানা ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ