Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা : চলে গেলেন তাফসিরও

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৯:৪৩ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার আট দিন পর চলে গেলেন আহত তাসফির হাসান পাভেলও (১৮)। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। শনিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত তাসফির হাসান হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাব রেজিস্টার বাড়ির মো. পারভেজের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশিক।
তিলি বলেন, তাফসির হাসান আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন।
তাফসির হাসানের তত্ত্বাবধানে থাকা চমেক হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবু নোমান খালেদ চৌধুরীর বলেন, দুর্ঘটনার পর তাফসির ও আয়াত পলিট্রমায় চলে যায়। তবে তাফসিরের জ্ঞান ফিরেছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে খারাপ হয়ে যায়। পলিট্রমায় এরকমই হয়। পরে রাত দশটার দিকে আইসিইউতে মারা যান।
এর আগে, শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে দেড়টার দিকে একই মেডিকেলের আইসিইউতে মারা যান আহত আয়াতুল ইসলাম আয়াত।
উল্লেখ্য, গত ২৯ জুলাই আরএন্ডজে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে মিরসরাই খইয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন ওই কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষকরা। খইয়াছড়া এলাকায় রেলক্রসিংয়ে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিয়ে আধা কিলোমিটার নিয়ে যায় চট্টগ্রাম শহরগামী মহানগর প্রভাতি ট্রেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী ও মাইক্রোবাস চালক। দুর্ঘটনায় ১ জন অক্ষত ও ৬ আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ