Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১০:৫৪ পিএম

দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল) দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল হাতে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা শাখা।

শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে আটটায় সরকার কর্তৃক সকল ধরণের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মশাল হাতে মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।

এ মশাল মিছিলে কেন্দ্রীয় যুব পরিষদের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, পেশাজীবি সংগঠনের আহবায়ক শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, কামরুজ্জামান, ইসমাইল হোসেন, আবু সাঈদসহ বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার অর্ধশত নেতৃকর্মী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ