Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার দুগ্ধ খামার সমিতির কমিটি গঠন

ইমরুল সভাপতি-একে আযাদ সম্পাদক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ১০:২৮ পিএম

কক্সবাজার জেলা দুগ্ধ খামার গুলোকে লোকসান থেকে বাঁচাতে ও উৎপাদিত দুধের ন্যায্য মূল্য পেতে সব খামারীকে এক হতে আহবান জানিয়েছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা দুগ্ধখামারী মালিক সমিতির উপদেষ্টা ক্যা থিং অং। জেলার দুগ্ধ খামারীদের অধিকার আদায় ও দুগ্ধখামারীদের ঐক্যবদ্ধ করতে জেলা দুগ্ধ খামার মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) দুপুরে কক্সবাজারের একটি কমিউনিটি সেন্টারে জেলার দুগ্ধখামারীদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানীসম্পদ কর্মকর্তা শাহাবউদ্দিন, জেলার প্রথম দুগ্ধজাত খামারের উদ্যোক্তা জাহান আরা ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ খান, উখিয়ার রাজাপালং ইউপি সদস্য হেলাল উদ্দিন, ঈদগাঁও জালালাবাদ ইউপি সদস্য আরমান উদ্দিনসহ বিভিন্ন খামারীরা। স্বাগত বক্তব্য রাখেন ফ্যামেলি ডেইরী ফার্মের মালিক এ কে আজাদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ খামারী অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ