Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে কিশোরীকে অপহরণ, আটক ৩

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০২ এএম

রাজশাহী মহানগরীতে এক কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত যুবকসহ তার বাবা-মাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত ২৭ জুন অপহরণের পর ১৩ জুলাই মতিহার থানায় মামলা করেন কিশোরীর বাবা। থানা পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে না পারলে ভুক্তভোগী বাবা গত ৪ আগস্ট র‌্যাবের দারস্থ হলে দুই দিনের মধ্যে অপহৃত কিশোরীসহ অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, বিশাল আলী, তার পিতা মো. মাসুদ রানা এবং মা মোছা: মারুফা বেগম। তারা রাজশাহী নগরীর উপকণ্ঠ বেলপুকুর থানাধীন সুলভনগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মতিহার থানাধীন ঐ কিশোরী স্কুলে যাবার সময় অভিযুক্ত বিশাল আলী বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো ও বিয়ের প্রলোভন দেখাতো । গত ২৭ জুন সোমবার বেলা ১০ টায় মেয়েটি স্কুলের উদ্দেশ্য বের হয়ে বাড়ি ফিরে না আসলে তার বাবা ১৩ জুলাই রাজশাহী মহানগরীর মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন ।
গত ৪ আগস্ট মেয়েটির বাবা র‌্যাব-৫ এ অভিযোগ নিয়ে আসলে র‌্যাব-৫ তদন্ত শুরু করে। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতাসহ তাদের আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ