বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক বগুড়া সদর থানার দারোগা মাসুদ রানাকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল শনিবার বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, গত শুক্রবার ঘটনার পরপরই এস আই মাসুদ রানাকে প্রথমে ক্লোজড করা হয়। প্রাথমিকভাবে দোষি প্রমানিত হওয়ায়
তাকে সাসপেন্ড করা হয়। এ ঘটনায় জড়িত পুলিশের সোর্স ইকবালকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে বগুড়া শহরের নাটাইপাড়া বৌ বাজার এলাকায় এক নাপিতের বাসায় গিয়ে চাঁদা দাবি করায় এলাকাবাসী তাদের আটক করে। পরে জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ ডেকে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।