Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারণা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আ.লীগের সভায় যোগদান শেষে বের হলে দলীয় কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ জানান, গত শুক্রবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। মুজাহিদুল ইসলাম মনির ওই সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে রাত তিনি প্রেসক্লাব থেকে বের হয়ে কলেজ রোড দিয়ে হেটে যাওয়ার সময় দলীয় কার্যালয়ের পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন। সেখান থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ তালুকদার জানান, মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে এক ব্যবসায়ী আদালতে ১১ লাখ টাকার চেক ডিজ অর্নার মামলা করেছেন। আদালতের বিচারক ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত শুক্রবার রাতে গ্রেফতারের পর গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া তার স্ত্রীও সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক রয়েছেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ