Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভেঙে গেল কিম-পিটের নয় মাসের সম্পর্ক!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২২, ৭:২০ পিএম

ভেঙে গেল মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ানের প্রেম। কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। মাত্র নয় মাসেই ভেঙে গেল তাদের এই সম্পর্ক। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমকে এখবর জানিয়েছেন এই জুটির কাছের এক সূত্র।

জানা গেছে, পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই কিম-পিটের। কিন্তু দুজনের দূরত্ব ও ব্যস্ততার কারণেই সম্পর্ক ধরে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। আর সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর ২০২১ সালের অক্টোবরে ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। এরপরই পিট ডেভিডসনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়।

এদিকে কেনি ওয়েস্টের সঙ্গে কিমের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।

সম্প্রতি গুঞ্জন চাউর হয়, তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। এরইমধ্যে ২৮ বছর বয়সী পিট ডেভিডসনের সঙ্গে ৪১ বছর বয়সী কিমের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। পিট বর্তমানে অস্ট্রেলিয়াতে ‘উইজার্ডস!’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে কিম সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ