বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে রুয়েট কেন্দ্রে উপস্থিতির হার ছিলো ৮২.৪২ শতাংশ। শনিবার (৬ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রুয়েটের জনসংযোগ প্রশাসক আ.খ.ম মাহমুদুর রহমান।
তিনি বলেন, এবারের সমন্বিত ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। 'ক' গ্রুপ ও 'খ' গ্রুপ মিলে ৭৮২৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এ হিসাবে গড়ে উপস্থিতির হার ছিলো ৮২.৪২ শতাংশ।
এর আগে সকাল ১০ টায় 'ক' গ্রুপের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২ টায়। এ গ্রুপটিতে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বাকী ৬২২ জন ভর্তিচ্ছু 'খ' গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অংশ নেওয়ার কথা। 'খ' গ্রুপের পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৪৫ মিনিটে শেষ হয়।
'ক' গ্রুপে ৫০০ নম্বরের গঈছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। যার জন্য সময় বরাদ্দ ছিলো আড়াই ঘন্টা। এদিকে 'খ' গ্রুপে ৫০০ নম্বরের গঈছ এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন রুয়েট কেন্দ্রে। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।