Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গোপসাগরে ৭টি ট্রলারসহ ২০ জেলে অপহৃত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১:৩২ পিএম

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে সাতটি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার বোয়াইলে ও চুকনগর এলাকায় বলে জানা গেছে।

এদিকে, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। অপহৃত জেলেদের মহাজন ও পরিবারের সদস্যরা জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় বুধবার ভোরে ফিশিং ট্রলার নিয়ে মাছ শিকার করছিল একদল জেলে। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ওইসব জেলেদের উপর অতর্কিত হামলা ও লুটপাট চালায়। দস্যুরা জেলে বহরে হামলা চালিয়ে প্রায় অর্ধশত ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ লুটে নেয়। পরে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে সাতটি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন আরণ্যে নিয়ে যায়।

এসব ট্রলারের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার উলুবুনিয়ার কামরুল গাজী একটি ও শ্রীফলতলার ফরহাদের একটি ট্রলার রয়েছে বলে জানিয়েছে অপহৃত জেলেদের মহাজনেরা। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, খবর পাওয়া মাত্রই অপহৃত জেলেদের উদ্ধারে সকালে থেকেই অভিযান শুরু করেছেন কোস্টগার্ড সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ