বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় পুষ্পেন্দু বিকাশ মণ্ডল নামে (৪০) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে জেলার পাইকগাছা উপজেলার পাত্রাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, রাতে পুষ্পেন্দু মোটরসাইকেলে কয়রা থেকে পাইকগাছার বগুড়ারচরে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিনি পাত্রাবুনিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কুপিয়ে জখম করেন। এতে তার মাথা গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জানান, ঘটনাস্থলে পুষ্পেন্দুর মোটরসাইকেলটি পাওয়া গেছে। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।