Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনবীর (সা.) কালজয়ী আদর্শ অনুসরণে খেলাফতি শাসনই আনতে পারে শান্তির সমাজ -আমীর খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর (রহ.) বলেছেন, মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর চলছে গণহত্যা, জুলুম-নির্যাতন দাবানল। কিন্তু তাদের পক্ষে কথা বলার, তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। অথচ হযরত মহানবী (সা.) নিষ্ঠুর, বর্বর, জাহিলিয়াতের যুগেও পরাজিত শত্রুদের উপর প্রতিশোধের পরিবর্তে দয়া ও ক্ষমার যে নজির স্থাপন করেছিলেন পৃথিবীতে তা আজ বিরল। তাই মুসলিম দেশগুলোকে ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে সুসংহত জাতিতে রূপান্তরিত করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন অনন্য সাম্য ও সৌহার্দ্যভিত্তিক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। বিশ্বনবী (সা.) অনুপম কালজয়ী আদর্শের অনুসরণে খেলাফত পদ্ধতির শাসন ব্যবস্থাই পারে মজলুমের অধিকার ফিরিয়ে দিতে, সকল জুলুম-নির্যাতন, খুন-রাহাজানি বন্ধ করে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে।
গতকাল সকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া মাদরাসা ময়দানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সোলায়মান নোমানী, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মাহবুবুর রহমান, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, কাজী আজিজুল হক, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ