Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের মানববন্ধন

মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: মিয়ানমারে ব্যাপকহারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ও গণহত্যা বন্ধে আর্ন্তজাতিক উদ্যোগ গ্রহণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী প্রতিদিন পাঠক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ম-লীর সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকার সম্পাদক মো. রফিকুল আনোয়ার, আওয়ামী লীগের গত উপ-কমিটির সহসম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, ছাত্রলীগের সাবেক সহসভাপতি খন্দকার তারেক রায়হান, ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সভাপতি গোলাম সারোয়ার রিপন, সম্পাদক ভিপি সালাউদ্দিন, ওয়ারি থানা ছাত্রলীগ সভাপতি সৈয়দ সাইফ উল্লাহ, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া অশ্রু, কুয়েত শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম রুবেল, উই ফর ইউর ঢাকা ইউনিট সংগঠক জাকির হোসেন, স্বধারা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল হক নিজাম প্রমুখ।
সভায় বক্তারা মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিয়ানমার সেনাবাহিনীর এই গণহত্যা বিশ্বমানবতা ধ্বংসের সামিল। বক্তারা অনতিবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আবেদন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ