Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার মোটরসাইকেল দিয়ে কুড়িগ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে অভ্যর্থনা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : এক হাজার মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক এমপি মো: জাফর আলীকে অভ্যর্থনা জানিয়েছেন দলের নেতা-কর্মীরা। তার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল শো ডাউন।
দলের সমর্থন পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকা থেকে কুড়িগ্রামে আসেন জাফর আলী। দুপুরে তিস্তা সেতুতে দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা তাকে অভ্যর্থনা জানান। প্রায় ১ হাজার মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল র‌্যাফল নিয়ে কুড়িগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশে উপস্থিত হন তিনি। পরে আওয়ামী লীগ, অন্যান্য অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্ডল, কাজিউল ইসলাম, শেখ বাবুল, আনিছুর রহমান চাঁদসহ দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ