Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চা করতে হবে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি ও চর্চার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহŸান জানিয়েছেন। তিনি গতকাল সকালে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট শিক্ষা ও গবেষণার অগ্রগতি ও সুষ্ঠু পরিবেশের ধারার প্রশংসা করে তিনি বলেন গত ২৬ বছরে এ বিশ্ববিদ্যালয়ের অর্জন নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক এবং তা সামনে এগিয়ে যাওয়ার পথে সুদৃঢ় ভিত্তি রচনা করেছে। ব্যতিক্রমধর্মী শিক্ষামেলার আয়োজন এবং এ মেলায় শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনা ও সৃজনশীল চিন্তায় সৃষ্ট বিভিন্ন বিষয় প্রদর্শন তা প্রমাণ করে। তিনি বলেন আমি এ মেলা দেখে খুবই উৎসাহিত হয়েছি। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে গতানুগতিক শিক্ষার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ক্লাসনির্ভর পড়াশোনার পরিবর্তে আমাদের মাঠে যেতে হবে, সমস্যার জায়গায় যেতে হবে। আমাদের এখন নিজেদের দেশের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অগ্রণী ভ‚মিকা পালন করতে পারে। তিনি বলেন আমরা আর কতোদিন পরনির্ভর থাকবো? জ্ঞান ও প্রযুক্তি কেবল আমরা আমদানি করতে চাই না আমরা রপ্তানিও করতে চাই। আমাদের বিপুল সংখ্যক তরুণ উদ্যোমী সম্ভবনাময় নতুন প্রজন্ম উচ্চশিক্ষায়রত।
তিনি বলেন জাতিকে দ্রæত অগ্রগতির পথে ধাবিত করতে তাদেরকে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষাদান করাই এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। তিনি বলেন দেশের অগ্রগতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে শিক্ষাপরিবার যার সদস্য সংখ্যা মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। তিনি তাঁর দীর্ঘ বক্তব্যে সরকারের শিক্ষানীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও ভিশন ২০২১ এবং ২০৪১সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধ দেশ ও জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস এবং এই ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অন্ধকারে নিমজ্জিত করে। ফলে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করে যেতে পারেন নি। দল হিসেবে আওয়ামী লীগ ২০০৮সালের নির্বাচনী ইশতেহারে জাতিকে দিনবদলের যে স্বপ্ন ও কর্মসূচি দেখিয়েছিলো সরকার গঠন করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। দেশের আজ অনেক পরিবর্তন হয়েছে। আমরা হাজার বছরের ক্ষুধার সমস্যার সমাধান করেছি। লক্ষ্যমাত্রার অনেক আগেই আমরা জাতিসংঘের এমডিজি অর্জন করেছি। এর আগে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে শিক্ষামেলার উদ্বোধন করেন এবং মেলায় ২৬টি ডিসিপ্লিন, সিইটিএল, আইকিউএসি, বিশ্ববিদ্যালয় গবেষণা সেল ও ইন্ট্রিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস স্থাপিত মোট ৩০টি স্টল ঘুরে দেখেন এবং পরে তিনি ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য নবনির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন ও ফলক উন্মোচন করেন এবং মোনাজাত করেন। এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের রাইঙ্গামারী সমীক্ষা গ্রাম কর্মসূচির ফলক এবং বার্ষিক সাহিত্য সাময়িকী পিলসুজ এর মোড়ক উন্মোচন করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি তাঁর বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান সরকারের আমলে দু’পর্যায়ে ২৭৫ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষক-গবেষকদের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন আমরা নতুন কিছু করতে চাই। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার খান আতিয়ার রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ