বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের শিকার নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় তার জবানবন্দি গ্রহণ করেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুন। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে ওই নারী জানিয়েছেন, ৬ জন ডাকাত তাকে পালাক্রমে ধর্ষণ করে। তারা গলা চেপে ধরে তাকে মারধর করে। তিনি ছাড়া আরও এক নারীকেও ওই বাসে নির্যাতন করা হয়েছে বলে জানান ওই নারী।
ঘটনার বর্ণনায় নির্যাতনের শিকার নারী বলেন, ঘটনার দিন রাত সাড়ে ১১টায় বাসটি সিরাজগঞ্জে একটি হোটেলে পৌঁছায়। হোটেল বিরতি শেষে রওনা হওয়ার ৫ মিনিট পরই রাস্তা থেকে ২০ থেকে ২২ বছর বয়সের ৩ জন বাসে ওঠে। তারা জানায়, সামনে তাদের আরও লোক আছে। কিছু দূর যাওয়ার পর আরও ৪ জন বাসে ওঠে। তাদের মধ্য একজন বলেন, ‘আমার লোক আছে আরও।’ কিছু দূর যাওয়ার পর আরও ৬ জন ওঠে।
এভাবে মোট ১৩ জন বাসে ওঠে। তারা বাসের পেছনের দিকে বসে। একজন তার (ভুক্তভোগী নারী) পাশে বসতে চায়। কিন্তু সুপারভাইজার তাকে উঠিয়ে দেন। পরে কাছের একটি সিটে বসে সে। এরপর সিগারেট ধরায় ও ধোঁয়া ছাড়তে থাকে। তাকে নিষেধ করলে তারা আমাকে গালাগাল করে। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর তাদের মধ্যে ৩ জন চালকের পাশের বনেটে গিয়ে বসে জানায়, তারা সামনে নেমে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।