Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নদী থেকে শিক্ষকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন। উদ্ধার হওয়া মৃত তৈলক্ষ্য বর্মণ সদরের আকচা ইউনিয়নের বাসিন্দা ও আকচা দক্ষিণ বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, শিক্ষকের বাড়ি স্কুল থেকে নদীর ওপারে। নদীর পানি কম থাকায় তিনি প্রতিদিন নদী পাড় হয়ে স্কুলে যেতেন। ঘটনার দিন গত বুধবার বিকাল চারটার দিকে নদীর পানি বেশি থাকায় সাঁতরে নদী পার হওয়ার সময় ডুবে নিখোঁজ হন তিনি। টাঙ্গনের বঠিনা ঘাটে নৌকা ছিল। তিনি নৌকায় না চড়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি যেতে চেয়েছিলেন হয়তো। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, জেলায় ডুবুরি দল না থাকায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা গতকাল বৃহস্পতিবার সকালে এসে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। পরে নিখোঁজ স্থান থেকে আট কিলোমিটার দূরে গতকাল দুপুর ১টার দিকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ