বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী নাম ও পরিচয় জানা যায়নি।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈয়দপুরে স্টেশন থেকে খুলনার উদ্দেশে খুলনা মেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে এক নারী সেটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, সৈয়দপুর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ নারীর লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।