বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানে ২০ মণ চোরাই তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রলারসহ দুজন চোরাকারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর চর সফরমালী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দশআনী গ্রামের ওবায়দুল্লাহ (৪৮) ও মো. সুমন (৩৩)। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ডিজেল পাচারকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ২০ মণ (৮০০ লিটার) ডিজেলসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।