Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জমি উদ্ধারের নামে সাঁওতালদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমির অবৈধ দখলদার উচ্ছেদের কারণে সৃষ্ট সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তনয় দেব বলেন, ভূমি উদ্ধার কমিটির ব্যানারে জমি উদ্ধারের নামে সহজ সরল সাঁওতাল সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করেছে একটি মহল। তাদের লোভের বলি হয়ে যেমন প্রাণ গেছে সাঁওতালদের, তেমনি সব সময়ই সাঁওতালসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পরীক্ষিত বন্ধু গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে অন্যায়ভাবে অভিযুক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ১৯৫৪ সনে ইক্ষু চাষের জন্য জয়পুর/মাদারপুরসহ ৫টি গ্রামে মোট ১৮৪২ একর জমি রংপুর চিনিকল কতৃপক্ষ হুকুমদখল করেন এবং ১৯৬২ সনে চিনিকল কর্তৃপক্ষের সঙ্গে হুকুম দখলকৃত জমির মালিকদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্র স্বাক্ষরের পর মিল কতৃপক্ষ যথাযথ ভাবে হুকুম দখলকৃত জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেন। সে চুক্তির একটি শর্ত ছিল যদি কোনো সময়ে চিনিকল বন্ধ হয়ে যায় সে সময়ে হকুম দখলকৃত জমি গুলো প্রকৃত মালিকদের নিকট ফেরত দেয়া হবে। মাঝে ২০০৪ সালে তৎকালীন সরকার চিনিকলটি বন্ধ করে দিলেও দুই বছর পর ২০০৬ সালে আবার তা চালু করা হয়। এ সময় তৎকালীন সরকারদলীয় এমপি মরহুম মোত্তাল্লেব হোসেন চিনিকল কতৃপক্ষের সাথে যোগসাজস করে তৎকালীন সরকারদলীয় প্রভাবশালীরা এই খামারের কিছু জমি স্বল্পমূল্যে লিজ গ্রহণ করে। তখন থেকেই মূলত আদিবাসী সাঁওতাল সম্প্রদায় স্থানীয় কিছু সংখ্যক ভূমিদস্যুর খপ্পরে পরে তথাকথিত ভূমি উদ্ধার কমিটির ব্যানারে আন্দোলনের নামে চিনিকল কর্তৃপক্ষের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। সে সময় আন্দোলনরত ভূমি উদ্ধার কমিটি স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের শরণাপন্ন হয়ে ভূমি উদ্ধারে সহযোগিতা চাইলে তিনি সঠিক কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ