বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনায় জড়িত থাকায় আতিকুল ইসলাম ও ইসমাইল হোসেন নামের দুই মাছ ব্যবসায়ীকে ৭দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। জব্দকৃত মাছগুলো মাটিতে পূঁতে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহরের পৌর বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। অভিযানে সহযোগিতা করেন জেলা মৎস্য কার্যালয় ও সুধারাম মডেল থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান করা হয়। অভিযানকালে মাছ ব্যবসায়ী আতিকুল ও ইসমাইল চিংড়ি মাছের মধ্যে জেলি ডুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের মাছগুলো পরীক্ষা করে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের উভয়কে ৭ দিনের কারাদ- প্রদান করা হয়। পরে জব্দকৃত জেলি মিশানো মাছগুলো মাটিতে ফুঁতে ধ্বংস করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য ঝেলি ঢুকিয়ে মাছ বিক্রি করে আসছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দ-ের পাশাপাশি মাছে কোন প্রকার ক্ষতিকর রং বা কেমিক্যাল মিশানোর বিষয়ে সকল মাছ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।