Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের বাড়ছে চট্টগ্রাম ওয়াসার পানির দাম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:০৭ এএম

আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। বাণিজ্যিকের প্রতি ইউনিটে ৫ টাকা ১৮ পয়সা এবং আবাসিকে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) ৪ টাকা ৯৮ পয়সা বাড়ানো হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হওয়ার কথা বলে ওয়াসা সূত্রে জানা গেছে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটের জন্য ১৩ দশমিক ২ টাকা গুনতে হয়। ৪ দশমিক ৯৮ টাকা বাড়লে এক ইউনিটের জন্য গ্রাহককে ১৮ টাকা দিতে হবে।
এছাড়া বর্তমানে বাণিজ্যিকের প্রতি ইউনিট পানির দাম ৩১ টাকা ৮২ পয়সা। ৫ দশমিক ১৮ টাকা বাড়লে তা ৩৭ টাকা হবে। বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ আছে ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ সংখ্যা ৭ হাজার ৭৬৭টি। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে পানির দাম বাড়ানো হয়েছিল। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ জানিয়েছেন, পানির উৎপাদনে খরচ বাড়ায় দাম বাড়াতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ