Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় অপহৃত গোপালগঞ্জের ব্যবসায়ী উদ্ধার

৫ কোটি টাকা মুক্তিপণের দাবি

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:২৭ এএম

৫ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত গোপালগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সকালে গোপালগঞ্জ থেকে ব্যবসায়িক কাজে খুলনায় এলে তাকে অপহরণ করা হয়। প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে মহানগরীর হরিণটানা থানাধীন গুটুদিয়া আল আকসা নগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় ৫ অপহরণকারীকে। উদ্ধার হওয়া ব্যবসায়ী নিরু মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী। তার একটি ফিলিং স্টেশন ও দুইটি ব্রিক ফিল্ড রয়েছে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে, নিরু মোল্লা নিজ বাড়ি গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত মাইক্রোবাসযোগে ব্যাবসায়িক কাজে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। সকাল পৌনে ৮টার দিকে খুলনা মহানগরীর কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়ক পৌঁছালে ৮ থেকে ১০ জন মোটরসাইকেলে করে এসে গাড়িটিকে ফিল্মি স্টাইলে থামায়। অপহরণকারীরা জোরপূর্বক গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে নিরু মোল্লাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে জীবননাশের হুমকি দেয় এবং চোখ বেঁধে খুলনার বিভিন্নস্থানে নিয়ে ঘোরাঘুরি করে। অপহরণকারীরা তার কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মৃত্যুর ভয়ে তিনি অপরহরণকারীদেরকে ৫০ লক্ষ টাকা দিতে রাজি হন। এ সময় অপহরণকারীরা একটি ব্যাংক অ্যাকাউন্টে (এসএম শামসুজ্জামান, হিসাব নং-০২০০০০৩২৫১১৬৭, অগ্রনী ব্যাংক, গোয়ালপাড়া গ্রাম, খুলনা শাখা) টাকা পাঠিয়ে দিতে বলে। তখন নিরু মোল্লা তার নিজের ফিলিং স্টেশনের ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লক্ষ টাকা পাঠিয়ে দিতে বলেন। নিরু মোল্লার স্ত্রী ও বড় ভাই সিরাজ মোল্লা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন। বিষয়টি জানতে পেরে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি)-এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।
গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, অপহরণকারীরা খুলনার হরিণটানা থানাধীন ৩নং গুটুদিয়া আল আকসা নগর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় স্পেশাল কোম্পানি, ওই এলাকায় প্রায় ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আসামি রাজু শেখ, সাইফুল ইসলাম মোল্লা, মো. হোজাইফা আল বারী, মো. রানা বেগ ও মো. রাসেল মৌলঙ্গীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে করে। গতকাল বুধবার সকালে তাদের হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ