বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় আব্দুল জোব্বার হত্যা মামলায় ৯ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ (১) আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া সদরের চালিতাবাড়ি নাগর কান্তি পাড়ার ইসমাইল ওরফে ইন্নুস ও তার দুই ছেলে জাকের মিঞা ও মাসুদ মিঞা, আব্দুল খালেক, আব্দুল গণি, ইনতাজ আলী, সুলতান মোল্লা, মানিক মিঞা ও আব্দুল গফুর। এদের মধ্যে মানিক মিঞা ও আব্দুল গফুর পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ২০০৮ সালের ২০ জুন বগুড়া সদরের বিল নুরুইল এলাকায় জমিজমা মাপ করার সময় আব্দুল জোব্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জোব্বার সদরের চালিতাবাড়ি গ্রামের ছমির উদ্দিনের ছেলে। এ হত্যাকাণ্ডের অভিযোগে সে সময় ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।