বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের বেনাপোল পোর্ট থানার ওসি কামাল ভূইয়া নিজেই বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ১৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেন। গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা বেনাপোল পোর্ট থানা এলাকার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানা এলাকার রহমত আলী, ভবেরবেড় মধ্যপাড়ার মেহেদী হাসান, ভবেরবেড় শেখপাড়ার সাইফুল ইসলাম, গয়ড়া উত্তরপাড়ার আমিনুর রহমান ও তুহিন ইসলাম, গয়ড়া উত্তরপাড়ার ইমরান ও রফিকুল সরদার, বালুন্ডা দক্ষিণপাড়ার আতিয়ার রহমান (আতি), শিকড়ীবিশ্বাস পাড়ার সোহেল রানা, বালুন্ডার হাবিবুর রহমান, আমিন আউলিয়া, তাজউদ্দিন আহম্মেদ শরিফ, ভবেরবেড়ের মোরশেদ আলী, নারায়নপুরের (দক্ষিনপাড়া) সাদেকুল ইসলাম। বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল ভূইয়া বলেন, গত ২৪ ঘণ্টা সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ১৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।