বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি ৬ ব্যাটলিয়নের সদস্যরা। গতকাল বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ডলারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ মো. ইশতিয়াক পিএসসি গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারই নির্দেশনায় ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির ও টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫ নম্বর খুঁটি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিলে একজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ বহন করে নিয়ে যাওয়ার সময় সেটা ফেলে পালিয়ে যায়। বিজিবি সশস্ত্র টহল দল চোরাকারবারিকে ধাওয়া করে তাকে আটক করতে ব্যর্থ হয়। এ সময় চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি চালিয়ে সেখান থেকে কাগজের ৮টি প্যাকেট মোড়ানো ডলারগুলো পাওয়া যায়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা ও উদ্ধার করা ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।