Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ বছর ধরে সুইজারল্যান্ড বাংলদেশকে সহায়তা করে আসছে- রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৮:২৩ পিএম

 বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছেন, গত ৫০বছর ধরে সুইজারল্যান্ড বাংলদেশকে সহায়তা করে আসছে। আমরা বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। তার মধ্যে স্থানীয় সরকার উন্নয়ন কর্মকান্ড একটি। আমরা বিশ্বাস করি স্থানীয় সরকার শক্তিশালী হলে সাধারন মানুষ উপকৃত হবে। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরির্শন শেষে জন্ম নিবন্ধন ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি আরো বলেন, এই প্রথম একটি ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহন করেছি। কথা বলেছি জন্ম নিবন্ধনে অংশগ্রহণকারীদের সাথে। তারা অনেক দূরদুরান্ত থেকে ছোট বাচ্চাদের নিয়ে নিবন্ধনের জন্য এসেছে ইউনিয়ন পরিষদে।
এসময় ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ইউনিসেফ’র ন্যাশনাল কনসালটেন্ট ও সাবেক সচিব শেখ মজবির রহমান, ইউনিসেফ বরিশাল জোনের সিএফও এ.এইচ তৌফিক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, জাতিসংঘ শিশু তহবিল ইউনসেফ বাংলাদেশ বরিশাল নিউট্রিশন আফিসার রমা সাহা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান সুজন মোল্লাসহ ইউপি সদস্য, জন্ম নিবন্ধনে অংশগ্রহণকারী ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পৌর শহরের মডেল মঙ্গসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরির্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইদা সৌরভ, সাবিয়া মরিয়ম, সারা মনি ফুল দিয়ে তাদেরকে অভ্যার্থনা জানান। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধি দল প্রাক-প্রাথমিক শিক্ষা কর্যক্রমের খোঁজ খবর নেয় এবং শিশু শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে কথা বলেন ও রাষ্ট্রদূত নিজ মোবাইল সেট দিয়ে শিশুদের সাথে সেলফি তুলেন। পরে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী কমিউনিটি ক্লিনিক, কলাপাড়া মৎস গবেষনা ইনিস্টিউট, নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামরপুর শিশু ও কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন। কুয়াকাটায় সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে রাত্রি যপন শেষে বৃহস্পতিবার উপজেলার আরো কয়েকটি স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ