Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনায় সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত : সিলেট জেলা বিএনপির জরুরি বিবৃতি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ৪:৫৩ পিএম

সন্ত্রাসীদের হামলার পর চিকিৎসকদের ধর্মঘটের কারনে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার ঘটনার উদ্ধেগ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তারা গণমাধ্যমে পাঠানে আজ বুধবার পাঠানো এক বিবৃতিতে বলেন, চিকিৎসা সেবা দুর্নীতি আর আওয়ামী দলীয়করনের কারণে এমনিতেই বিপর্যস্থ তার উপর সিলেটে বন্যা পরবর্তী বিভিন্ন রোগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে সরকারের চরম অব্যবস্থাপনা আর দলীয় সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকান্ডে সিলেটের স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। গত কয়েকদিন থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের সন্ত্রাসীরা কর্মরত চিকিৎসকদের উপর হামলার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারনে সিলেট অঞ্চলের কোটি মানুষ আজ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ওসমানী মেডিকেলের ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের আসামী হওয়ার ঘটনা প্রমাণ করে তাদের কারনেই আজ এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, অভিলম্বে ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে চলমান সংকট নিরশন করে সিলেটবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ