Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে হোটেলে আত্মহত্যাকরা পর্যটকের চিরকুটে উল্লেখিত মেরিনা রহস্য এখনো অজানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১০:২৭ এএম

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের 'হোটেল দ্যা আলম' নামক একটি গেস্ট হাউজে আত্মহত্যা করা পর্যটক মোঃ কাউছার (৪১) আলমের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে লেখা আছে-তার মৃত্যুর জন্য মেরীনা দায়ী থাকল। তবে এই চিরকুট রহস্য এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
তার আগে ওই গেস্ট হাউজের ৪০৬ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাউছার আলম জয়পুর হাট সদরের হানাইল মাদ্রাসা এলাকার দিঘী পাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রায় ১৫ পৃষ্ঠার চিরকুটে তার মৃত্যুর জন্য হোটেল কর্তৃপক্ষসহ কাউকে হয়রানি না করতে লিখে গেছেন ওই পর্যটক। তার ব্যবহারের মোবাইলে দুইটি মেমোরিতে সংরক্ষিত ছবি ও কলরেকর্ড দেখে আইনানুগ ব্যবস্থা নিতে এবং গ্রামের বাড়ি জয়পুর হাটে লাশটি পাঠাতে অনুরোধ করেন মোঃ কাউছার আলম।
চিরকুট মতে অভিযুক্ত মোছাঃ মেরীনা খাতুন নওগা ধামুইর হাট শাহাপুরের মমতাজ উদ্দীনের মেয়ে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, বিষাক্ত ওষধ খেয়ে ওই পর্যটক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হোটেল দ্যা আলম গেস্ট হাউজ কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার বেড়াতে আসলে প্রায় সময় তাদের হোটেলে থাকত কাউছার। মঙ্গলবারও কক্সবাজার এসে দুপুরে হোটেলের ৪০৬ নম্বর কক্ষে ওঠেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ