রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজ ব্যানারে এক মানববন্ধন গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, জয়াগ কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, ভীমপুর কারিগরি কলেজের সহকারী অধ্যাপক আবু তৈয়ব, জমিয়াতুল মোদার্রেছীন চাটখিল শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গত শনিবার রাতে চাটখিল বাজারে অধ্যক্ষ মহিউদ্দিন সোমপাড়া কলেজের জন্য ইলেকট্রিক মালামাল ক্রয়কালীন সময় চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিনের স্বামী মাইন উদ্দিন শাহীন অতর্কিত হামলা করে। এতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বক্তারা অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ঐ দিন রাতেই অধ্যক্ষ মহিউদ্দিনের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ হামলাকারী মাইন উদ্দিন শাহীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।