Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে গত একমাসে ৩৫জন নারী ও শিশু নির্যাতনের শিকার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ৩:০৫ পিএম

রাজশাহীতে একমাসে ৩৫ জন নারী-শিশু নির্যাতনের শিকার হয়েছেন। সোমবার নারী ও শিশুর উন্নয়নে কাজ করা সংস্থা ‘লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার’ (লফস)-এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন জানায়, মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারণে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়ালও পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়াও পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারণে হত্যা আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। এছাড়াও টিকটক এ আক্রান্ত হয়ে অনেক দূর্ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
তিনি জানায়, জুলাই মাসের অমানবিক কিছু ঘটে যাওয়া ঘটনার চিত্র তুুলে ধরে। ঘটনাগুলো হলো- তানোর উপজেলায় এক কিশোরী বধূকে ধর্ষণের অভিযোগ, মোহনপুর উপজেলার বাকশিমাইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের ছাত্রী সুরাইয়া খাতুর (১৮) নিখোঁজ, বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর গ্রামের সুরাইয়া আক্তার ফেমি (১২) নিঁখোজ, মহানগরীতে ছুরিকাঘাত করে সানি নামে এক কিশোরকে হত্যা, বাঘা উপজেলার চকছাতারী গ্রামের রাজিবকে (১৫) হত্যা করে পদ্মা নদীকে ফেলে দেওয়ার অভিযোগ, দুর্গাপুর পৌরসভার সিংগা প্রামে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরের আত্মহত্যা, পুঠিয়া উপজেলার ভালুকাগাছি ইউনিয়নের খামারপাড়া গ্রামে প্রতিবেশী ভাতিজিকে (৮) যৌন হয়রানির চেষ্টা, পুঠিয়া ইপজেলার খালিশাকুড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে রাইশা খাতুন (৫) নামে এক শিশুকে বিষাক্ত খাবার খাওয়ানোর অভিযোগ, মহানগরীতে কিশোর গ্যাং-এর হামলায় আহত দুই স্কুল ছাত্র, চারঘাট উপজেলার সদর ইউনিয়নের গঁওরা গ্রামের কলেজ ছাত্রী রুকসানা খাতুন বর্ষা (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ