Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের সেবার মান বাড়াতে পুলিশকে মানবিক হতে হবে

রূপগঞ্জে ডিআইজি হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মানুষের সেবার মান বাড়াতে রূপগঞ্জ থানা পুলিশকে আরো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান পুলিশ প্রশাসন সাধারণ মানুুষের সেবা দিতে আগের চেয়ে অনেক এগিয়ে। সেবা গ্রহিতাদের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন সেবাসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও মানবিক হতে হবে, তবেই সমৃদ্ধশালী একটি দেশ গড়া যাবে। পরে তিনি থানা চত্ত্বরে বৃক্ষ রোপণ, কনফারেন্স রুম ও সেবা গ্রহিতাদের জন্য রেষ্ট হাউজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, নারায়ণগঞ্জ গ সার্কেল পুলিশ সুপার আবীর হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ