Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে যুবককে কোপানোর ঘটনায় এখনও গ্রেফতার হয়নি আসামি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজু মিয়া নামের এক যুবককে প্রকাশ্যে দিবালোকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আহত রাজু মিয়া অবস্থাা আশঙ্কাজনক অবস্থাায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। রাজু মিয়া উপজেলার পাঁচাইখা এলাকার কালাম মিয়ার ছেলে।

রাজু মিয়ার পারিবারিক ও স্থাানীয় সুত্র জানায়, ভুলতা ইউনিয়ন যুবলীগের দুই গ্রুপ রয়েছে। একটির নেতৃত্ব দেয় মাহিন ও আরেকটির নেতৃত্ব দেয় হামজালা। গত এক সপ্তাহ আগে এলাকার আধিপত্য বিস্তার ও পুর্ব শত্রুতার জের ধরে হামজালাকে রাম দাসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে মাহিন গ্রুপ। এ ঘটনার পর এলাকায় দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায় এবং এলাকার নিরীহদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুর চালানো হয়। আগুন দেয়া হয় মাহিনের অফিস কক্ষ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামজালার অবস্থাাও আশঙ্কাজনক। ওই ঘটনার জের হিসেবেই শনিবার বিকেলে ভুলতা এলাকায় মাহিন গ্রুপের সদস্য রাজু মিয়াকে আটক করে ফেলে হামজালা গ্রুপের সদস্যরা। এক পর্যায়ে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আহত দুই যুবকের পরিবারের সদস্যরা পৃথক ঘটনার ব্যপারে প্রশাসনের কাছে আসামীদের গ্রেফতার ও দাবি করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ