Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ইভিএম বাতিল করতে হবে - সাহিদুর রহমান টেপা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১০:৩৭ পিএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেছেন, এ দেশের মানুষ ইভিএম পছন্দ করে না। এ পদ্ধতির নির্বাচনে জনগণের প্রত্যাশিত ফলাফল উঠে আসে না। তাই তারা নির্বাচনে ইভিএমকে প্রত্যাখ্যান করেছেন। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় পার্টিই সরকার গঠন করবে।

সোমবার দুপুরে মাগুরায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা প্রয়াত অ্যাডভোকেট হাসান সিরাজ সুজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতায় যেতে চাই। কিন্তু বর্তমান সরকার নির্বাচনী ফলাফল নিজেদের অনুকূলে রাখতে ইভিএম পদ্ধতির প্রতি জোর দিচ্ছে। চালাচ্ছে নানা নীলনকশা।

তিনি বর্তমান সরকার এবং বিএনপির সমালোচনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। আর দেশ গঠন করেছেন পল্লীবন্ধু এরশাদ। কিন্তু আমরা এখনো গণতন্ত্র পাইনি, আসেনি অর্থনৈতিক মুক্তি। বিএনপি আর আওয়ামী লীগ আমাদের কেবল দুঃশাসনই দিতে পেরেছে। সবখানে চলছে লুটতরাজ। আমার মা-বোনেরা শাস্তিতে ঘুমাতে পারে না। ব্যবসায়ীদের জন্য নেই অনুকূল পরিবেশ। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। লুণ্ঠন, চাঁদাবাজি, অত্যাচার আর গণতন্ত্রকে হত্যার যে নীলনকশা চলছে তার বিরুদ্ধে এ দেশের জনগণ সোচ্চার। তারা আওয়ামী লীগ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আর চায় না বলেই জাতীয় পার্টি সরকার গঠন করতে চায়। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর লক্ষ্যপূরণে অবশ্যই চাই নিরপেক্ষ নির্বাচন।

মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টি চেয়ারম্যান উপদেষ্টা অ্যাডভোকেট জহরুল হক জহির, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, সুমন আশরাফ, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন, ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির আহবায়ক রাশেদ মজমাদার, যশোর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, মাগুরা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠুসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা।

বক্তারা দেশগঠনে প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান এবং কর্মীবান্ধব নেতা অ্যাডভোকেট হাসান সিরাজ সুজার আত্মত্যাগ উল্লেখ করে আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ