Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে প্রস্তাবিত হাইটেক পার্কের জায়গা পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : গতকাল মঙ্গলবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাট ১৬ একরের উপর প্রস্তাবিত হাইটেক পার্কের জায়গা পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক হাইটেক পার্ক কর্তৃপক্ষ হোসনে আরা এনডিসি, কেরানীগঞ্জ উপজেলা ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ জজ মিয়া, মো. রফিক মেম্বার প্রমুখ। পরে ঢাকা জেলার কেরানীগঞ্জে আইটি পার্ক স্থাপনের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। সজিব ওয়াজেদ জয় আইটি বিভাগকে গুরুত্বের সঙ্গে দেখছেন। কেরানীগঞ্জে হাই-টেক পার্ক হলে ৩৫-৪০ হাজার বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। মোল্লারহাট নদীর উপর সেতু নির্মাণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ