Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

দু’প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

খুলনার রূপসায় জেলিমিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ সদস্যরা। গতকাল সোমবার বিকেলে খুলনার পূর্ব রূপসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পূর্ব রূপসার ভাই ভাই মৎস্য আড়তে জেলিমিশ্রিত ৫০ কেজি পাওয়ায় তাদের ৮০ হাজার টাকা এবং সাথী ফিসে জেলি মিশ্রিত ৩০ কেজি চিংড়ি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে রূপসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে সর্বমোট ৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিংড়িতে অপদ্রব্য বন্ধে র‌্যাব কাজ করছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ