বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের ঐহিত্যবাহী নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার শূণ্য পদে গত রোববার দিনব্যাপী নানা ঘটনার পর অবশেষে রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাওলানা আজিজুল ইসলামকে নিয়োগ বোর্ড অধ্যক্ষ পদের জন্য সুপারিশ করেছেন। বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। মাদরাসার শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক সংশ্লিষ্ট মাদরাসায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য লিখিত নিদের্শনা প্রদান করলেও মাদরাসার কমিটি রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করেন। পূর্ব থেকে নির্ধারিত পানান ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা আজিজুল ইসলামকে নিয়োগ প্রদান করা হবে বিষয়টি টের পেয়ে ৪ জন আবেদনকারী পরীক্ষা বর্জন করেন। অধ্যক্ষ পদে আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা না থাকার পরেও পানান ইসলামিয়া মাদরাসার প্রভাষক মো. আব্দুল জলিল, পিতাম্বর পাড়া হোসাইনিয়া মাদরাসার সহকারি অধ্যাপক মো. খলিলুর রহমান এবং মাওলানা আব্দুল জলিলকে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে হাজির করে মাদরাসার কমিটির সভাপতি মো. রুকন উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম তাদেরকে ইন্টারভিউ কার্ড প্রদান করে প্রক্সি পরীক্ষার সুযোগ করে দেন। এলাকাবাসী ও অত্র মাদরাসায় কর্মরত শিক্ষক কর্মচারীরা মাওলানা আজিজুল ইসলামকে অত্র মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ না দেওয়ার জন্য মাদরাসার সভাপতির বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে। যার অনুলিপি স্থানীয় সাংবাদিকদের হাতে রয়েছে। এলাকাবাসীর নিয়োগের তীব্র বিরোধিতার পরেও মাওলানা আজিজুল ইসলামকে অধ্যক্ষ পদে নিয়োগ প্রদানের জন্য নিয়োগ বোর্ড সুপারিশ করেছে বলে জানা গেছে। নিয়োগ বোর্ডে মাদরাসা অধিদফতরের ডিজির প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের নিকট অধ্যক্ষ পদে আবেদন করার যোগ্যতা নেই এমন ব্যক্তিদের কাছে ইন্টারভিউ কার্ড প্রদানের বিষয়টি অবহিত করা হলে তিনি জানান, আবেদন বাচাই-বাছাই করার জন্য আলাদা একটি কমিটি রয়েছে।
এক্ষেত্রে আমার করার কিছু নেই। মাওলানা আজিজুল ইসলামকে নিয়োগে সুপারিশ করার বিষয়টি এলাকা তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, নিয়োগের বিরুদ্ধে মামলাসহ কঠোর কর্মসূচি প্রদান করা হবে। এদিকে মাদরসার সভাপতি মো. রুকন উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জানান ডোনেশন গ্রহণ করে অধ্যক্ষ নিয়োগ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।