রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরে মোবাইল ফোন নিয়ে তর্কের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. আকাশ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার ওসি গত রবিবার হত্যাকান্ডের বিষয়টি গনমমাধ্যম কে নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শনিবার দিনগত রাতে জেলা সদরের কাচারিটেক মোহাম্মদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আকাশ, শিমুল ও ফিরোজ নামে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে ঢাকার নবীনগর থেকে ফরিদপুরে বেড়াতে আসেন।
এ সময় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি হয়। ফিরোজ (২৫) নামের এক বন্ধু ফরিদপুর শহরের কাচারীরটেক যাত্রী চাউনীর কাছে এসে আগে থেকে দাঁড়িয়ে থাকা ফিরোজের অজ্ঞাতপরিচয় বন্ধুসহ আকাশের ওপর হামলা করেন।
তিনি আকাশের গলায় ধারালো ছুরি ঢুকিয়ে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শিমুল নামের অপর বন্ধু মৃত আকাশকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এম. এ. জলিল বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা নেয়া হয়েছে। গতকাল পর্যন্ত কাউতে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।