রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড় ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্ঠায় মো. রিদুয়ান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি ধর্ষণচেষ্ঠা মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত রিদুয়ান স্থানীয় আবদুর রহমানের পুত্র। গত রোববার দুপুরে শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরৈকোড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে আনোয়ারা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। শিশুর পিতা ইমরান হোসেন বলেন, গত ২১ জুলাই দুপুরে আমার কন্যা বাড়ির পাশে খেলা করার সময় চকলেটেরে লোভ দেখিয়ে পাশের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। পরে আমার মেয়ে ঘরে এসে এসব ঘটনা মেয়ের মাকে জানালে আমরা অভিযুক্ত রিদুয়ানের বাবাকে অভিযোগ করি। পরে স্থানীয় মো. আইয়ুব ও আল আমিন নামে দুই ব্যক্তি একটি সালিসি বৈঠকের কথা বলে দীর্ঘ ১০ দিন সময় পার করে। গত রবিবার আমাদের জানায়, অভিযুক্তরা কোন সালিস মানতে রাজি নয়। আমি এ ঘটনার আইনগত সমাধান দাবি করছি। সালিশী বৈঠকের দায়িত্বে থাকা আল আমিন স্বীকার করে বলেন, ঘটনার চারদিন পর শিশুটির পিতা আমাদের জানালে আমরা দু’পক্ষকে ডেকে একটি সালিশী বৈঠকের ব্যবস্থা করি। কিন্তু তারা উভয় পক্ষ কোনো সমাধানও মানছে না। আর কোনো উপায় না দেখে শিশুর পিতা থানায় অভিযোগ দায়ের করেন। আনোয়ারা থানার ওসি মীর্জ মোহাম্মদ হাসান বলেন, পরৈকোড়া ইউনিয়নের ওষখাইনে এক শিশুকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে শিশুর পিতা একটি ধর্ষণ চেষ্ঠা মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।