রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের দারুল উলুম কওমি মাদরাসার দু’ছাত্র সাপের ছোবলে মারা গেছে। এরা হলো, চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) ও একই গ্রামের মাঝেরপাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা দু’জনেই ওই মাদরাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্র ছিলো।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের জানান, গতকাল সোমবার সকাল ৭টার দিকে ওই দু’ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তাদের পরিবারের সদস্যরা জানান, তাদেরকে সাপে ছোবল দিয়েছে। সেই মোতাবেক তাদের চিকিৎসা চলছিলো, চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মাদরাসার শিক্ষক কুতুব উদ্দিন জানান, গত রবিবার দিনগত রাতে আব্দুল্লাহ ও জুনায়েদকে সাপে কামড়ায়। এ সময় তারা বমি করছিলো। আব্দুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন দেখা যায়। মাদরাসার অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়, ওই গ্রাম্য চিকিৎসক তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাদের দু’জনকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।