Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে বিএনপির গায়েবানা জানাযা নামাজ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৮:৫৩ পিএম

ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচার গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে যশোরে গায়েবানা জানাযা নামাজ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গনবিরোধী সরকারের হাতে আওয়ামী লীগ ছাড়া কোন দেশের সাধারণ নাগরিক ন্যূনতম নিরাপদ নন। আজকে তারা রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। পুলিশ আজ আওয়ামী লীগের বিশেষ বাহিনীতে পরিনত হয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দিত ব্যর্থ হয়ে আওয়ামী লীগের অবৈধ মসনদ টিকিয়ে রাখার পরিকল্পনায় ব্যস্ত। যে কারণে জনগণের যৌক্তিক দাবিতে রাজপথে নামলে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে। পুলিশের গুলিতে ভোলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার ঘটনায় জড়িতদের চিন্তিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন অনিন্দ্য ইসলাম অমিত।

জানাযায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু,আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, একে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন প্রমুখ। এদিকে এঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ