Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৭:৩৬ পিএম | আপডেট : ৭:৫৯ পিএম, ১ আগস্ট, ২০২২

সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা মেডিকেলের সামনের রাস্তা থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাছিরউদ্দিন নাছির, জহিরউদ্দীন আহমেদ,খোরশেদ আলম সোহেল,এইচ এম আবু জাফর, শাহজাহান শাওন, সোহেল রানা, ওয়ালিউর রহমান জনি,এবিএম এজাজুল কবির রুয়েল,হাসান আল আরিফ,সাফি ইসলাম, জিহাদুল ইসলাম রঞ্জু, লিটন এ আর খন,আরিফুল ইসলাম আরিফ,মশিউর রহমান মামুন,শরীফুল ইসলাম প্রধান, মোস্তাফিজুর রহমান, মাসুদুর রহমান মাসুদ,আবুল বাসার,আবদুল্লাহ আল মাসুদ,এনামুল হক এনাম, আরিফুল ইসলাম আরিফ, হাসানুর রহমান,বায়জিদ হোসাইন, মিয়া মোহাম্মদ রাসেল
আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক,তরিকুল ইসলাম তরিক,এস এম দিদারুল ইসলাম,আরিফুল ইসলাম আরিফ,ফারহান আরিফ,নাকিবুল ইসলাম চৌধুরী,হাসান আবিদুর রেজা বায়েজিদ, নাহিদুজ্জামান শিপন,আবদুর রহিম রনি,ফিরোজ আহমেদ,মো.আল-আমিন
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আবদুল জলিল আমিনুল,ফজলুল হক মুসলিম হলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, স্যার এ এফ রহমান হলের সভাপতি মাসুম বিল্লাহ, জগন্নাথ হলের সভাপতি গণেশ চন্দ্র বায় সাহস,মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন,হাজী মুহম্মদ মুহসিন হল ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন শাওন,শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের গাজী মোঃ সাদ্দাম হোসেন,জসীমউদ্দিন হল ছাত্রদলের সভাপতি তৌহিদুর রহমান তাজ,সূর্যসেন হল ছাত্রদলের সভাপতি শামীম আকতার শুভ,বিজয় একাত্তর হল ছাত্রদলের সভাপতি সোহেল রানা।

জগন্নাথ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ শান্ত,সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার,সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল,ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সাধারন সম্পাদক ইমাম আল নাসের মিশুক, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাধারন সম্পাদক হোসাইন আহমেদ সাদ্দাম মীর, বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক বিএম কাউসার

সূর্যসেন হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মির্জা ফয়সাল,হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান রাজা, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বুরহান উদ্দিন খান সৈকত, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জসিম খান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান,জসীমউদ্দিন হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান,বিজয় একাত্তর হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন পলাশ, শেখ মজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হোসেন অনিক,শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান,
মুহসীন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুব ইসলাম মাহির,সূর্যসেন হলের যুগ্ম সম্পাদক নাইমুল ইসলাম পাঠান শান্ত, মহসিন হলের প্রচার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জসীমউদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বারী হামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী ইয়ানাথ, কাফি আল মাফি,মুন্সি মেহেদি হাসান সোহাগ,মোঃ আরিফ হোসেন, কর্মী তানভীর হাসান,হৃদয় রহমান,সাইফ উল্লাহ,ইমন হোসেন,রেদোয়ান জয়, তানভীর আল হাদী মায়েদ,সাকিব বিশ্বাস সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন তার বক্তব্য বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম সফল করবে। পুলিশকে আওয়ামিলীগের গোলামি না করে দেশের জন্য লড়াই করার আহ্বান জানান।

সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান বলেন- ❝বিনাভোটের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে বিএনপির সভা-সমাবেশে বাধা দেয়া হবে না কিন্তু গতকাল ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, এতে স্পষ্ট প্রমাণ হয় যে ওনার কথা ও কাজে মিল নেই, আওয়ামী লীগ মুখে এক কথা বলে আর অন্তরে অন্য কিছু ধারণ করে,অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে এর জবাব দিবে❞



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ