Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় শিশু অপহরণ মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছর কারাদণ্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৫:৩৩ পিএম

খুলনায় শিশু অপহরণ মামলায় স্বামী ও স্ত্রীকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের দুইজনকে ১৪বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আঃ ছালাম খান আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন পিপি এড. ফরিদ আহমেদ।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মমিন সরদার (৩০) ও তার স্ত্রী মোছাঃ রেখা (২৬)। তারা খানজাহান আলী থানাধিন গিলাতলা অহিদের বাড়ির ভাড়াটিয়া। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত স্বামী ও স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বেঞ্চ সহকারি মোঃ রুবেল খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৪ আগস্ট গিলাতলা মধ্যপাড়াস্থ ইফতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্রী সুবর্না লুৎফা (১০) কে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। এঘটনায় ওই ছাত্রীর বাবা মিনা সুমন বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন নং(১৩)।
মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে ১নং মোঃ মমিন সরদারকে ওই শিশুটিসহ বগুড়া থেকে গ্রেফতার করেন। এর পর একই বছরের ১৯ নভেম্বর স্বামী স্ত্রী দুজনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা এস আই শেখ আঃ রহিম চার্জশিট দাখিল করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ