Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে তুরস্কের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১১:৫২ পিএম

বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বেসরকারি একটি শিল্পগোষ্ঠীর আমন্ত্রণে রোববার (৩১ জুলাই) দুপুরে হেলিকপ্টার যোগে বাগেরহাটে আসেন তিনি।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে রাষ্ট্রদূত বলেন, ১৫শ শতকের অসাধারণ নিদর্শন এই মসজিদ। ৬০টি পিলারের ওপর অসংখ্য গুম্বুজে আবৃত্ত মসজিদটি দুর্দান্ত একটি ইসলামিক স্থাপত্য। তুর্কি স্থাপত্যের ছোঁয়া আছে এই মসজিদে। আশা করি এই মসজিদ অনন্তকাল টিকে থাকবে।

এ সময় রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে বাগেরহাটে পৌঁছান রাষ্ট্রদূত। বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে বেলা দেড়টায় হেলিকপ্টার যোগে বাগেরহাট থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ