Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মসজিদ বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করে

তুরস্কের রাষ্ট্রদূত

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:২২ এএম

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, অসাধারণ স্থাপত্য নিদর্শন ষাটগুম্বুজ মসজিদ। অনেক সুন্দর কারুকাজ খচিত গুম্বুজ আবৃত মসজিদটি দুর্দান্ত একটি ইসলামিক স্থাপত্য। এই স্থাপনা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করে। গতকাল রোববার দুপুরে বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এটি মুসলিমদেরও অন্যতম ঐতিহ্য। ষাটগম্বুজসহ ওই সময়কার অন্যান্য স্থাপনা দিয়ে বোঝা যায়, ছয়শ বছর আগেও বাংলাদেশে মুসলিমদের বসবাস ছিল মানবকল্যাণে। এটি আমাদের পূর্ব পুরুষদের দ্বারা নির্মিত হয়েছে। এখানে আসতে পেরে আমার অনেক ভাল লাগছে। একটি শিল্প গোষ্ঠীর আমন্ত্রণে হেলিকপ্টার যোগে বাগেরহাটে আসেন রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। এসময় তার সাথে ছিল তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল রোববার হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে বাগেরহাটে পৌঁছেন রাষ্ট্রদূত। বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ভ্রমণ শেষে হেলিকপ্টার যোগে বাগেরহাট থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ