Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে ব্রিজে গর্ত

চরম দুর্ভোগে এলাকাবাসী

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ১২:০১ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই ব্রিজের মুখ মেরামত না করায় শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যসহ এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা চরম দুর্ভোগে। বন্ধ রয়েছে পরিবহণ যাতায়াত। ব্রিজ ভাঙা থাকার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা যাওয়ায় সমস্যা হচ্ছে, পরিবহন যাতায়াত করতে না পারায় শ্রীপুর বাজার, মঙ্গলপুর বাজার, বিয়ানীবাজার ও দোহালিয়াবাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, ভয়াবহ বন্যার ভাঙনের ফলে বর্তমানে ব্রিজটির বেহাল দশা। ব্রিজটির কারণে ছাতক ও বিভাগীয় শহর সিলেটের সাথে উপজেলার পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়নের কয়েকটি এলাকার লক্ষাধীক মানুষের সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পণ্যবাহী পরিবহন যাতায়াত করতে না পারায় বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।

শ্রীপুর বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, দোহালিয়াবাজার সংলগ্ন গোয়ারাই খালের উপর নির্মিত ব্রিজের মুখ বিগত বন্যার পানিতে ভেঙে যাওয়ায় ব্যবসায়ীরা মালামাল আনা নেওয়া করতে যেমন ভোগান্তি পেতে হচ্ছে, তেমনি ছাত্র-ছাত্রীদের স্কুলে আসা যাওয়াসহ যাবতীয় কাজের ক্ষেত্রে চরম দুর্ভোগ নেমে এসেছে। অধিক ভাড়া আর অনেক ঝুঁকি নিয়ে নদীপথে যাতায়াত করছেন এখানকার মানুষজন।

দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিম আহমদ জানান, দোহালিয়া ও পান্ডারগাঁও দুই ইউনিয়নের মানুষের গুরুত্বপূর্ণ রাস্তা গোয়ারাই, বিগত বন্যায় গোয়ারাই ব্রিজে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এতে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়ন পরিষদে বরাদ্দ না থাকায় দুই ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ব্র্রিজটি দ্রুত মেরামত করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য বন্যার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এলজিইডি কর্মকর্তার সাথে একাধিকবার আলোচনা করেছি। এলজিইডি কর্মকতা সরেজমিনে পরিদশর্ন করে আশ্বস্ত করেছেন ব্র্রিজের গর্ত মেরামতে ব্যবস্থা নিবেন।

পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, বন্যার পর থেকে এখনো গৃহবন্দী রয়েছে পান্ডারগাঁও ইউনিয়নবাসী। পান্ডারগাঁও ইউনিয়নের মানুষের বিভাগীয় শহর সিলেট ও জেলাশহর সুনামগঞ্জের পরিবহন যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় গোয়ারাই ব্রিজ দিয়ে যেতে হয়। বন্যায় গোয়ারাই ব্রিজে গর্ত সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এতে করে দুর্ভোগ নেমে এসেছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের যাতায়াত ব্যবস্থায়। এই রাস্তা দিয়ে পরিবহন যাতায়াত অচল থাকায় অতিরিক্ত ভাড়ায় নৌকাযোগে চলাচল করতে হচ্ছে ইউনিয়নবাসীকে। পান্ডারগাঁও ও দোহালিয়া দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান একাধিকবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে যোগাযোগসহ মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করেছি গুরুত্বপূর্ন গোয়ারাই ব্রিজে সৃষ্টি হওয়া গর্তটি মেরামতের ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা এলজিইডি কর্মকর্তার নিকট দাবি যানাই। ব্রিজটি দ্রুতগতিতে মেরামত করে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য।

দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকতা মনছুরুল হক জানান, বন্যায় গর্ত হওয়া ব্রিজটির প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছিলো, বরাদ্দ আসেনি। আমরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ