Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীনগর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১০:০৪ পিএম

নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ মৌজায় জল্লা গ্রামের পূর্ব পাড়ায় কনিকাড়া ব্রীজ সংলগ্ন পৌর এলাকার গরুর বাজার মাঠে নবীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে।

নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে সদস্য সচিব নাজমুল করিমের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, প্রধান অতিথি বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, প্রধান বক্তা বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েদুল হক সাঈদ, বিশেষ অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে তকদীর হোসেন মোঃ জসিম, সালাউদ্দিন ভূইয়া শিশির, শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এডভোকেট গোলাম সারওয়ার খোকন, আবু শামীম মোঃ আরিফ, এ বি এম মুমিনুল হক, বেলাল উদ্দিন সরকার তুহিন, মোঃ জসিম উদ্দিন রিপন, মোঃ সালেহ উদ্দিন, শরীফ মৃধা, এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু, জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ লিয়াকত আলী খান, জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ, জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল হক চৌধুরী ভিপি লিটন, কসবা উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল হক স্বপন, সরাইল উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মলাই মিয়া, নবীনগর পৌর বিএনপির আহ্বায়ক গোলাম হোসেন খান টিটু, সদস্য সচিব মোঃ মাসুদ রানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান জুয়েল, ব্রাক্ষণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সজিবুর রহমান সজিব, ভিপি তাজুল ইসলাম, মোঃ রুমেল উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ ইব্রাহিম আহমেদ শাহিন, সমীর চক্রবর্তী প্রমুখের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয়।

দ্বিতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোবারক উল্লাহ, নির্বাচন কমিশনার এডভোকেট মাহবুবুল বারী সরকার বুলবুল ও এডভোকেট জাকির হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত কাউন্সিলে তিন ঘন্টা ব্যাপী কাউন্সিলরদের ভোট গ্রহণ শেষে সভাপতি হিসেবে এডভোকেট এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল করিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ হোসেন রাজুকে ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ